গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা সাফিনাজ রোকসানা (৪৫)। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ও রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিক্ষিকা রোকসানা প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটোরিকশায় যোগে স্কুলে যাচ্ছিলেন। সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শিক্ষিকা রোকসানা অটোরিকশা থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। পরে আহত শিক্ষিকা রোকসানাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সহকারি শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম