বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ওকালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন,কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ১৭ টি স্টলে কলেজ,মাদ্রাসা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট স্টলে প্রদর্শন করেন।
বিডি প্রতিদিন/এএম