বাগেরহাটের মোরেলগঞ্জে এক পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মালেক গাজী নিশানবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করে। এমপির নিকট জমি দখলের অভিযোগ করায় স্থানীয় একটি পরিবারের চারজনকে মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ জিউধরা গ্রামে কর্মীসভা করেন। ওই সময় হালিমা বেগম নামে এক নারী তাদের জমি দখলের বিষয়ে এমপির নিকট অভিযোগ করেন মালেক গাজীর বিরুদ্ধে। এতে মালেক গাজী ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে হালিমা বেগম, তার স্বামী আব্দুল বারেক, ছেলে মেহেদী হাসান ও নাঈম হোসেনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মালেক গাজীকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল