২৮ জানুয়ারি, ২০২৪ ১৮:১৬

নীলফামারীতে শীতে বিপর্যস্ত জনজীবন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শীতে বিপর্যস্ত জনজীবন

ঘনকুয়াশা আর ঠান্ডা বাতাসের ফলে বিপর্যস্থ্য নীলফামারী। বিকেলের পর থেকে পরদিন দুপুর পর্যস্ত কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে শীতের তীব্রতায়। 
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আজ নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এবছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষেরা বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। ঠান্ডা বাতাসে ঘরে থাকা দায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষদের। ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা ও আলুখেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আজ সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর