সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার পর উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আসিফ কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বিকেলে একটি খালি ট্রাকে উঠে কিশোর আসিফ উল্লাপাড়ার কালিগঞ্জ যায়। উল্লাপাড়ার কালিগঞ্জ থেকে ট্রাকটি বালুু ভর্তি করে ফেরার সময় কয়েলগাতী এলাকায় পৌছলে সড়কের নিচে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে উপরে থাকা বালুর নিচে চাপা পড়ে কিশোর আসিফ।
তিনি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে বালু সরিয়ে আসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম