নাটোর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫০) ও তার স্ত্রী রওশন আরা (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। বুধবার সদর উপজেলার রামাইগাছী এলাকায় টেক্সাইল ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা নাটোরের লালপুর উপজেলার ধুপইল এলাকার বাসিন্দা। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিহত ওই দম্পতি চার্জার অটোরিক্সাযোগে রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে বড়হরিশ পুর বাইপাসের দিকে যাচ্ছিলেন। পথে তারা টেক্সাইল ইনস্টিটিউট এলাকায় পৌঁছলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ওই অটোরিক্সা সামনে থেকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রওশন আরা মারা যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু রায়হান আরো জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএ