গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের প্রত্যেক পরিবারকে ২০টি করে মুরগি প্রদান করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাসেল মিয়া।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, ভেটেনারি সার্জন ডা. তানভিক জাহান, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল