১ মার্চ, ২০২৪ ২২:৪৪

দুমকিতে বাহেরচর নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে বাহেরচর নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি

নিজ গ্রাম দুমকি উপজেলার বাহেরচরের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি (এবিএম রুহুল আমীন হাওলাদার) সড়ক পথে পায়রা ও পাতাবুনিয়া নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের চলমান ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী মো: আরিফ হোসেন জানান, চলমান প্রকল্পের সাথে আরও ৫শ’ মিটার বর্ধিত করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর