২ মার্চ, ২০২৪ ১৮:৩৩

গুজব রোধে ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গুজব রোধে ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে শনিবার প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তারা বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করার তাগাদা থেকে বেশির ভাগ সময় না বুঝেই বিভিন্ন ভুল তথ্য ফেসবুকে শেয়ার করা হয়। আবার অনেকে উদ্দেশ্যমূলক ভাবে গুজব ছড়িয়ে দিচ্ছে। এতে সমাজের অনেক ক্ষতি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে নিজের ভেতর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। এটা করতে পারলে অনেকাংশে গুজব থেকে মুক্তি মিলবে।
সাকমিডএর প্রোগাম অফিসার ইয়াসিন আহমেদের সঞ্চালনায় কর্মশালায় মূল বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ মাধ্যম বিভাগের সহযোগি অধ্যাপক শেখ আদনান ফাহাদ। এছাড়া অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, জেলা পরিষদ সদস্য প্রভাষক রুমানুল ফেরদৌসি। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর