৩ মার্চ, ২০২৪ ২১:০৩

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে তানভীর হাসান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঝাটিবেলাই ফুলজোর নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়। ওই ব্যবসায়ী সিরাজগঞ্জের সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে তানভীর হাসান। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা ড্রেজার দিয়ে বালু তুলছিলেন যেটি নিয়মে নেই। এ জন্য বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তানভীর হাসানকে ১ লাখ টাকা জরিমানা করে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর