৯ মার্চ, ২০২৪ ১৬:৫৪

শ্রীমঙ্গলে গণিত উৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে গণিত উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণিত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গণিত উৎববে জেলার বিভিন্ন উপজেলার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি।

প্রধান বক্তা ছিলেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উম্মে বিনতে সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভানু লাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুমন কুমার দাশ, বাতিঘর প্রকাশনার প্রকাশক দীপংকর দাশ। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর