বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিবগঞ্জের উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম ও মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম।
একুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভটভটিতে করে বগুড়ার সুখানপুকুরের গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি নামক স্থানে পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী অজ্ঞাত একটা পরিবহন ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।
তিনি আরও জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারবো। মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত