ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন (এমপি)।
এর আগে দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মহারাজপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মসজিদ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন এমপি সুজন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ