ময়মনসিংহের ফুলপুরে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দোকান, রান্নাঘর ও অটোরিকশাসহ গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ওই ঝড় তুফান শুরু হয়। এ সময় ফুলপুর পৌরসভার শেরপুর রোডে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচে আলী আকবর খোকনের টং দোকান ভেঙে পড়ে। কাড়াহায় এটিএম রবিউল করিম রবির বাড়ির রান্নাঘর ভেঙে গেছে। রান্নাঘরের পাশের একটি বড় গাছ উপড়ে ঘরের উপর পড়লে রান্নাঘরটি বিধ্বস্ত হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার উপর বড় গাছ ভেঙে পড়ে। এতে চালক হালকা আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের ডাল কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে ছোটখাটো ঘরদোর ও গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এএ