বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাবেক সভাপতি কৃষিবিদ মফিজুর রহমান আগামী দুই বছরের জন্য গোলাম মোস্তফাকে সভাপতি ও তাপস চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল চ্যাপ্টার’র ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- কোষাধক্ষ্য পরিমল চন্দ্র দাস, সদস্য আবু হানিফ, এস এম ফিরোজ কবির সরকার, মোস্তাক আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, আরিফুল হক ও আজগর আলী।
সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী অনুকূল চন্দ্র দাস ও নাজমুল হাসান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ/আজাদ