বাগেরহাটের মোরেলগঞ্জে সাদা পোশাকে পুলিশের এক কর্মকর্তা লাঠি নিয়ে কয়েকজনকে মারপিট করার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের আইসি এসআই রওশন ফেরদৌসকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।
এদিকে, এসআই ওরশন ফেরদৌসের মারপিটে আহত শিউলি বেগম (৪৫), রাজু শেখ (৩০) ও কবির শেখকে (৪৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চালিতাবুনিয়া গ্রামে জমিজমা বিরোধের ঘটনায় একটি পক্ষকে মারপিট করেন এসআই ফেরদৌস। ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেলে এসআইকে ক্লোজড করেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। এটা সংগত মনে হয়নি। তাই, প্রাথমিকভাবে ওই এসআইকে ফাঁড়ি থেকে সরিয়ে নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’।