ঝিনাইদহে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের চারটি মহিষ। রবিবার রাতে সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলীর গোয়াল ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের চারটি মহিষ। দগ্ধ হয় আরও একটি গরু।
সকালে বাড়ির পাশের চারটি মহিষ মাটি চাপা দেওয়া হয়। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী।
বিডি প্রতিদিন/এমআই