যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিএম মশিউর রহমান (৪৩) মারা গেছেন। শুক্রবার রাত নয়টার দিকে মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিএম মশিউর ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, মোবারকপুর গ্রামে নিজের বাড়ির পাশে মশিউর রহমানের এটি মাছের ঘের রয়েছে। ঘেরের পাড়ে লাগানো গাছে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মশিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর হামিদ বলেন, জিএম মশিউর রহমান এক নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রকিব উজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ইউপি সদস্য মারা গেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        