অসহনীয় গরম থেকে বাঁচতে কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো বৃষ্টির জন্য ‘ইসতিসকার’ নামাজ আদায় করেছে মুসল্লিরা। বুধবার সকাল ১০টায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে খড়িলার বিলে খোলা মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। তিনদিন একই সময়ে ‘সালাতুল ইসতিসকার’ আদায় করেছি। দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সেই আশায়।
এদিকে, একই সময়ে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠেও বৃষ্টির জন্য নামাজে স্থানীয় মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা। নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন।
কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সকালে তাপমাত্রা কিছুটা কম ছিল। কিন্তু দুপুর হতে না হতেই ৩৮ ডিগ্রি উঠে যায়। বিকেলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। কুষ্টিয়া অঞ্চলে বৃষ্টির কোনো আভাস নেই বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই