২৪ এপ্রিল, ২০২৪ ১৯:২১

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন, সুস্থ পরিবেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয় সবাই।

এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ পাটওয়ারী প্রমুখ।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর