২৫ এপ্রিল, ২০২৪ ১৪:২৪

বাগাতিপাড়ায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ

নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়ায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং রহমতের বৃষ্টির জন্য বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়ায় দুটি পৃথকস্থানে ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জিগরি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। কাজীপাড়া মাদরাসার মওলানা শিক্ষক আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন।

অপরদিকে, সকাল ১০টায় বাগাতিপাড়া পৌরভবন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আফজাল হোসেনের ইমামতিতে ইসতিসকার নামাজ আদায় করা হয়। উভয়স্থানে নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

স্থানীয়রা জানান, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর