নাটোরের নলডাঙ্গায় বৃষ্টির জন্য নামাজ আদায় শেষে প্রার্থনায় কাঁদলেন শত শত মুসল্লি। আজ বৃস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ মাঠে পাঁচ শতাধিক মুসল্লিরা দুই রাকাত নফল নামাজ আদায় করেন।
ইসতিসকার নামাজে ইমামতি করেন বিপ্রবেলঘরিয়া দারুন কোরান নুরানী হাফেজিয়া মাদ্রসা লিল্লাহ বোডিং প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।খুৎবা দেন নাটোর সিটি কলেজের প্রভাষক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল হক। মোনাজাত করেন নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ডাঃ ফজলুর রহমান।
স্থানীয় মুসল্লিরা বলেন, গত দুই সপ্তাহ টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তাপদায়ে খরায় পুড়ছে ফসল ও কষ্টে আছে প্রাণীকূল। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকরা সেচ নিয়ে বিপাকে পড়েছেন। হালতি বিলে বোরো ধান পেকে গেলেও দাবদাহে শ্রমিক পাচ্ছে না কৃষকরা। এই দাবদাহ থেকে মুক্তির জন্য আমরা কয়েকশ’ মুসল্লি দুই রাকাত নফল নামাজ আদায় শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করে মোনাজাত করি।
বিডি প্রতিদিন/নাজমুল