বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমি চত্ত্বরে বাগেরহাট জেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে এই ইসতিসকার নামাজ আদায় করা হয়।
বাগেরহাট শহরে ইসতিসকার নামাজে ইমামতিহ করেন জেলা ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মো. শাহাজাহান। বিশেষ এই নামাজে সহাস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএ