বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে তীব্র তাপদাহ থেকে রক্ষা এবং বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করেছে বান্দরবানবাসী।
বান্দরবান জেলা ইমাম পরিষদের উদ্যোগে এ বিশেষ নামাজে ইমামতি করেন জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আলাউদ্দিন ইমামী।
তীব্র রোদের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য দুই হাত তুলে আকুতি জানায় পৌর শহরের বিভিন্ন এলাকার কয়েকশত মুসল্লী।
বিডি প্রতিদিন/নাজমুল