তীব্র দাবদাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন মুসল্লিরা। বিশেষ এই নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে এই নামাজ আদায় করা হয়।
বিশেষ এই নামাজে উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। এসময় সৃষ্টিকর্তার কাছে এক পসলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন মুসুল্লিরা।
বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুস সালাম নাটোরী।
এ বিষয়ে মাওলানা আব্দুস সালাম বলেন, তীব্র দাবদাহে মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন। এটা সুন্নাত। যা আরবিতে সালাতুল ইসতিসকা বলা হয়, এর অর্থ পানি বা বৃষ্টির জন্য দোয়া করা।
এছাড়াও জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠ ও নাকাইহাট হাইস্কুল মাঠেও ইসতিসকা নামাজ আদায় করেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/নাজমুল