গত এক সপ্তাহ যাবত মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৯ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। এই তীব্র গরমে মানুষসহ প্রতিটি জীবজন্তু ছটফট করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষ বেশি কষ্ট পাচ্ছে। গরমের তীব্রতাকে কমানোর পাশাপাশি বৃষ্টির মাধ্যমে সার্বিক আবহাওয়াকে স্বাভাবিক করতে বিভিন্ন স্থানে আল্লাহর দরবারে বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করছেন। আজ বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া সিদ্দিকিয়া আহম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
ইসতিসকার নামাজের ইমামতি করেন খামারপাড়া বাজার জামে মসজিদের ইমাম কাজী আবুল হাসান। দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী।
মুসল্লিরা জানান, প্রচন্ড গরম ও অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। আল্লাহ তায়ালা বৃষ্টি দিলে পরিবেশ অনেকটা ঠান্ডা হতো। মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারতো। এ কারণে আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। আমাদের ভুলত্রুটি মাফ করে মহান আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের জন্য মুসল্লিদের সাথে নামাজ আদায় করেছি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।
বিডি প্রতিদিন/এএ