তীব্র তাপদাহে রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগী আক্রান্ত রোগীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। রোগীর চাপ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, গরমে আক্রান্ত রোগীরা আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা নিতে আসছেন। অনেকেই হাসপাতালে শয্যা না পেয়ে অপরিচ্ছন্ন ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ২৪৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ২৪৬ জন রোগী সাধারণ শয্যায় এবং ৬ জন কেবিনে ভর্তি। ভর্তি হওয়ার রোগীদের মধ্যে ৫৫ জন শিশুরোগী, ২৩ জন ডায়য়িরা রোগীসহ অনান্য রোগী রয়েছেন।
দুপুরে সরেজমিনে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সবগুলো ফ্লোরে রোগীর চাপ। রোগীর চাপে হাসপাতালে চলাচল করা কষ্ট হয়ে যাচ্ছে। ফ্লোরে রোগীদের জন্য ফ্যানের ব্যবস্থা নেই। গরমের মধ্যে ফ্লোরে শুয়ে রয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।
সদর উপজেলার বরাট থেকে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসছেন শামসু মন্ডল (৫৪)। তিনি বলেন, রোদে মাঠে কাজ করতে করতে দুর্বল হয়ে যাই। এরপর পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে দুইদিন ছিলাম। এরপর হাসপাতালে আসছি। সেখানে এসে সিট পাইনি। বাধ্য হয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছি। এখানে ধুলা-বালু। আমাদের ভোগান্তি হচ্ছে।
সদরের লক্ষীকোল এলাকা থেকে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন নাজমা বেগম (৪৮)। তিনি বলেন, জ্বর আর পাতলা পয়খানার কারণে ভর্তি হতে বাধ্য হয়েছি। হাসপাতালের অবস্থা অনেক খারাপ। আগে বমি ছিল না বর্তমানে বমি হচ্ছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, তীব্র রোদ ও গরমের কারণে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই মাস এই চাপ অব্যাহত থাকবে। সবাইকে সচেতন থাকার পরামর্শ তার।
বিডি প্রতিদিন/এএ