কলাতলির রামাদা হোটেল কনফারেন্স রুমে দিনব্যাপী কক্সবাজার পেক্ষাপটে জলবায়ু সহনশীল টেকশই ওয়াশ সমাধানের উপর কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘জিওবি-ইউনিসেফ ক্লাইমেট রেজিলেন্ট ওয়াশ প্রকল্পের’ আওতাধীন ইউনিসেফ এবং আইডিই এর কারিগরী ও সার্বিক সহাযোগিতায়, ওয়াশ সেক্টরের সকল সরকারী ও বেসরকারী অংশিদারদের সমন্বয়ে এই আয়োজন করা হয়।
এই কর্মশালাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মানবসম্পদ রুবাইয়া আফরোজ। বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী এ কে এম তারিকুল আলম, ইউনিসেফের কর্মকর্তা মিশেল ঝুমা।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান। এই কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের সাথে, কক্সবাজারের জনগণ বিশুদ্ধ পানির টেকসই ব্যবস্থা, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক সমস্যা ও প্রেক্ষাপট উপস্থাপন করেন ইউনিসেফ’র ওয়াশ স্পেশালিস্ট জাহিদুল মামুন। কর্মশালাটিতে যৌথভাবে সার্বিক উপস্থাপনা করেন আবুল মনজুর, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার এবং আরিফুল ইসলাম, প্রোজেক্ট ম্যানেজার, আইডিই বাংলাদেশ।
বিডি প্রতিদিন/হিমেল