নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া খাদ্যগুদামে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডালিম কাজী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
এ সময় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে ৮টি অটোরাইস মিলসহ মোট ৩১টি মিল থেকে প্রতি কেজি চাল ৪৫ টাকা দরে ৭৬৩৯ টন এবং প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩২ টাকা দরে ৫৭৬ টন ধান, ৩৪ টাকা দরে ১০৯৯ টন গম কেনা হবে।
বিডি প্রতিদিন/এএ