ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য বার্তা, পুষ্টি বার্তা পৌঁছানো, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মসূচি পালিত হয়।
এসময় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ফুলপুর থানার সেকেন্ড অফিসার সুমন মিয়া, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ।
এর আগে, উপজেলার ৩টি এতিমখানা যথাক্রমে বাঁশাটী হিলফুল ফুজুল এতিমখানা, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা ও পুরাপুটিয়া এতিমখানায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি স্কুলে স্বাস্থ্যবার্তা ও পুষ্টি বার্তা পৌঁছে দিয়ে তাদের মাঝেও খাবার বিতরণ করা হয়। সবশেষে আজ পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় তিন গ্রুপে ৩ জন করে মোট ৯ জন বিজয়ীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। এসময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই