পটুয়াখালীর গলাচিপায় ৩০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার’র (কোডেক) আয়োজনে আমখোলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসব ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মু. নূর উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির।
আমখোলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল মান্নান, কোডেকের গলাচিপা এলাকা ব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল, আমখোলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নর উত্তম বিশ্বাস প্রমুখ।
এ ছাড়া কোডেকের পিপি ই পিপি প্রোজেক্টের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কোডেকের আমখোলা ইউনিয়ন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/এমআই