১৫ মে, ২০২৪ ১৯:১৬

দিনাজপুরে ৪ দফা দাবিতে আইডিইবির সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ৪ দফা দাবিতে আইডিইবির সংবাদ সম্মেলন

অপার সম্ভাবনার স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে জনশক্তির দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের যে উদ্যোগে নিয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। 

বুধবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আইডিইবি জেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন। জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৩৩% হতে ৫০% এ উন্নীতকরণ। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (উপ-সহকারী প্রকৌশলী)-দেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদান।

ঘোষিত দাবি বাস্তবায়নে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আগামী ১৬ মে থেকে ২৩ মে আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ, ১৯-২৩ মে জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান এবং ২৮ মে জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান। এ সময় প্রকৌশলী মো. আকরাম আলী মিঞা, বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন, প্রকৌশলী মো. লুৎফুল কবির বকুল, মো. শহিদুল ইসলাম, মো. মিনারুল ইসলাম খান, মো. মাসুদ রানা, জিএন ভট্রাচার্য, মো. মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর