১৫ মে, ২০২৪ ২২:০৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের চকগদাধর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিয়াজ উদ্দিনের পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ২ বান্ডিল টিন, ১০টি কম্বল ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এসব ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর