২৫ মে, ২০২৪ ০৭:০৭

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় সেই পরিবহন বাসের চালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। 

আটক চালক তারেক হোসেন (৩৩) লক্ষীপুর জেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৪ মে) রাতে তাকে তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। এসব তথ্য জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম।

অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম জানান, মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক ড্রাইভার তারেক হোসেনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় সড়ক পরিবহন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।  ওই মামলায় চালক তারেক হোসেনকে হাইওয়ে পুলিশ  জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করে। 

এর আগে, গত ১৭ মে দিবাগত রাতে ঢাকার আরামবাগ হতে চট্রগ্রাম জেলার উদ্দেশ্য রওনা করে ওই পরিবহন বাসটি। চৌদ্দগ্রামের বসন্তপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে কাত হয়ে পড়ে গাড়িটি। এসময় নিচে চাপা পড়ে গাড়িতে থাকা পাঁচজন নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়।  সেই মামলায় বাসচালক তারেক হোসেনকে আসামি করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর