২৬ মে, ২০২৪ ২১:৪৩

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই যুবকের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই যুবকের

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন-খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২২) ও জাকির হোসেনের ছেলে মো. রবিন হোসেন (২৮)। এ ছাড়া সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৃত কাদেরের ছোটো ভাই টুটুল বলেন, কাদের আমার বড় ভাই। তিনি নিহত হয়েছেন। সোহেল কন্ট্রাক্টর আমার ভাইকে নামিয়েছে। ঝুঁকি জেনেও তাদের নামানো হয়েছে।

রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, ঘটনার পর তারা খবর পেয়ে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত সোহেল কন্ট্রাক্টরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর