২৭ মে, ২০২৪ ১৯:২০

বাগেরহাটে বিধ্বস্ত ৪৫ হাজার ঘর-বাড়ি, পানিবন্দি ৫০ হাজার পরিবার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিধ্বস্ত ৪৫ হাজার ঘর-বাড়ি, পানিবন্দি ৫০ হাজার পরিবার

বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনসহ বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার সাথে সাথে দিনভর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে জেলার ৪৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 

উপড়ে পড়েছে হাজার-হাজার গাছপালা। বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। জলোচ্ছ্বাসে দেড় কিলেপামিটার বেড়িবাঁধ ভেঙে ও বাঁধ উপচে জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৫০ হাজারের অধিক পরিবার। জলোচ্ছ্বাসে ভেসে গেছে মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলায় সাড়ে ৩ হাজার চিংড়ি ঘের। এছাড়া পুকুরের ৭৩ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৫৮১ হেক্টর জমির ফসল। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল ও সদর উপজেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আবহওয়া স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর