খাগড়াছড়ির আলুটিলায় ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম রাসেল হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার রাতে আলুটিলা এলাকায় ঘূর্ণিঝড়ে একটি গাছ পড়ে যায়। সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের কর্মী রাসেল নিহত হন। তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সূত্র জানিয়েছে, সহকর্মীর মৃত্যুতে ফায়ার সার্ভিসের কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশ ময়নাতদন্ত করে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল