প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নওগাঁর ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় কর্তৃক বাস্তবায়নাধীন রিকোভারী এ্যান্ড এডভান্সমেন্ট অফ ইনফরম্যাল সেক্টও ইমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, নওগাঁর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আহসান হাবীব, কাউন্সেলর মতিউর রহমান প্রমুখ।
সেমিনারে বিদেশ ফেরত নারী পুরুষদের আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকারীভাবে পুনরায় বিদেশে গমণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
সেমিনারে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিদেশ ফেরত নারী পুরুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল