২৮ মে, ২০২৪ ২০:৩৪

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির (ডিসিএলএমসি) ২য় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। 

বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচএম শাহাদাত, পরিদর্শক মোঃ রকিবুল হাসান লিমন, মোঃ মনিরুজ্জামান, মোঃ জুয়েল হোসেন, সাংবাদিক মনোজ সাহা, জেলা শিশু বিষয়ক কবর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক শিলা সাহা, এনজিও কর্মী মোঃ মফিজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সেমিনারে বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান প্রধান, এনজিও এবং গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর