আগামী ১ জুন চুয়াডাঙ্গায় এক লাখ ৪৫ হাজার ৬৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলার স্বাস্থ্য বিভাগ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুন সারাদেশের সাথে চুয়াডাঙ্গা জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে উপকারভোগী শিশুর পরিবারকে স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ৯০৬টি কেন্দ্র থেকে এক লাখ ৪৫ হাজার ৬৯৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে নিয়োজিত থাকবে ১১৮ জন প্রথম সারির তত্ত¡বধায়ক এবং এক হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের পরামর্শক ডা. ফাতেহ আকরাম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও সিভিল সার্জর অফিসের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন।
বিডি প্রতিদিন/এএ