রংপুর নগরীর খোকসা ঘাঘট নদীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের টাকা ফেরত যাওয়া বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল ক্লাব, গ্রিন ইকো, গ্রিন ভয়েস, টঙের গান, গুনগুন মানববন্ধনের আয়োজন করে।
সভায় বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, টঙের গানের সভাপতি মাহমুদুল হাসান আবির, গ্রিন ভয়েস এর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, গ্রিন ইকো এর সংগঠক অর্ঘ্য। রিভারাইন পিপল ক্লাবের সংগঠক শামসুর রহমান সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব শিহাব। মানববন্ধনে বলা হয়, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সামনে খোকসাঘাঘট নদীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের টাকা ফেরত যাওয়া বন্ধ করতে হবে।
বিডি প্রতিদিন/এএ