দিনাজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক গাছপালা, আম-লিচুসহ কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের উপর গাছপালা ভেঙে পগে চলাচলে বিঘ্ন ঘটে। আম-লিচু ঝড়ে পড়ে, এ ছাড়াও বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটিতে পড়ায় এবং কোন কোন স্থানে তার ছিড়ে পড়েছে। এ অবস্থায় ঝড়ের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনাজপুর শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। তবে ঝড়ের পর ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে ভেঙে যাওয়া গাছ অপসারণের কাজ শুরু করে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগও কাজ শুরু করে।
অপরদিকে বিদ্যুৎ না থাকায় শহরের বিভিন্ন বাড়ির মানুষেরা খাবার পানি সংগ্রহে টিউবওয়েল এর খোঁজ করতে এবং পানি নিতে দেখা যায়।
বুধবার দিবাগত মধ্যরাত পৌনে ২টার দিকে এই আকষ্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে। বৃহস্পতিবার দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি তীব্র গতি প্রায় ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। পাশাপাশি প্রায় ৩০ সেকেন্ডের মতো শিলাবৃষ্টি হয়। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার।
এদিকে, ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের পর ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালা, হাউজিং অফিসের গাছপালা, উপশহরের বিভিন্ন সড়কের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্ত্বর ও সামনের সড়কে থাকা কিছু গাছ ভেঙে পড়ে। এসময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হয়। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটে। ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
রাত ৩টার পর দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক। ঝড়ের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এএ