বাড়িতে স্টিলের আলমারির নিচে লুকিয়ে রাখা ইয়াবা ও ব্যাগের ভেতর ফেনসিডিল জব্দসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি দল। বৃহস্পতিবার সকাল থেকে পৃথক দিনাজপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক দুইজন হলো- রফিকুল ইসলাম দিনাজপুর সদরের পৌর এলাকার পাক পাহাড়পুরের মৃত মোজাহার আলির ছেলে এবং নয়ন বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের ভগবানপুর এলাকার মৃত তপসির মণ্ডলের ছেলে।
ডিএনসি জানায়, দিনাজপুর সদরের পৌর এলাকার পাক পাহাড়পুরে এক বাড়িতে অভিযান চালিয়ে স্টিলের আলমারির নিচে লুকিয়ে রাখা ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয় রফিকুল ইসলামকে। আরেক অভিযান চালিয়ে বিরল উপজেলার বিজোড়া ইউপির ভগবানপুর এলাকার বাড়িতে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ১১ বোতল ফেনসিডিল জব্দসহ আটক করা হয় নয়নকে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল