পটুয়াখারীর কলাপাড়ায় রিমালের তাণ্ডবে বিকল হওয়া বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় পিলার থেকে পা পিছলে মাটিতে পড়ে লিটন বিশ্বাস (৩০) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত লিটন পটুয়াখালী পল্লী বিদ্যুতে লাইনম্যান গ্রেড-১ কুয়াকাটা জোনাল অফিসে কর্মরত ছিলেন। সে বরিশালের বাকেরগঞ্জের কালেরকাঠি এলাকার তারকেশ্বর বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন লিটন বিশ্বাস। এসময় পিলারের সাথে বেল্ট বাঁধতে গিয়েই পা ফসকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ৯টার দিকে লিটনের মৃতু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ