ময়মনসিংহের ফুলপুরে খড়িয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নদীতেই পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজাহান (৪৫) নামে দায়ী এক ব্যক্তির নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এতে নেতৃত্ব দেন। অভিযুক্ত শাহজাহান গুপ্তেরগ্রামের জামাল উদ্দিনের পুত্র।
জানা যায়, শাহজাহান উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগ্রাম ডাইলের বাজার সংলগ্ন খড়িয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে মাছ ধরার জন্য নদীতেই বাঁধ নির্মাণ করে পুকুর খনন করছিল। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরেন ও ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। এসময় নদীতে অবৈধভাবে নির্মিত ওই পুকুরের বাঁধ কেটে দিয়ে নদীর গতিপথ পূর্বের ন্যায় স্বাভাবিক করা হয়। এলাকাবাসী এতে সন্তোষ প্রকাশ করে ও নদীর নাব্যতা ফেরাতে যে কোন সহযোগিতার জন্য প্রশাসনের সুনজর কামনা করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, নদীতে বাঁধ দিয়ে পুকুর খননের কোন নিয়ম নেই। এ ধরনের কোন অপরাধে কেহ জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় অফিস সহকারী নাজমুল কবির, ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তার সাথে ছিলেন।
বিডি প্রতিদিন/এএ