রাজবাড়ীর গোয়ালন্দে ২০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাটি লক্ষীপুর গ্রামের ফজলু ফকিরের ছেলে সোহাগ ফকির (২৮) ও মৃত আবু শেখের ছেলে আশা শেখ (৩৭)।
রবিবার সকালে তাদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে করাগারে প্রেরণ করেন।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া সিরাজ খার মোড়ে অবস্থিত একটি মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত দুইজন মাদক ব্যবসায়ী। দ্রুত মামলার তদন্ত করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।
বিডি প্রতিদিন/এএম