৯ দফা দাবি আদায়ে আজও ঝিনাইদহ শহর ও কালীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে শহরের আরাপপুর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বর ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক শারমিন আক্তারসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা, সারাদেশে গ্রেফতার শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবিসহ তাদের ৯ দফা দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।এদিকে, আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই