ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় পুরো শহর।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে সেখানে স্লোগন দেন শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরে মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ড থেকে শহর চৌড়াস্তায় এসে অবস্থান নেয়। এসময় সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বক্তব্য দেন শিক্ষার্থীরা।বিডি প্রতিদিন/হিমেল