হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
সোমবার সকাল ১১টর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এসময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জরিয়ে পরে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। পরে বিক্ষোভরত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে।হবিগঞ্জ জেলা সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে আসা ৫ জনের লাশ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে থানায় আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল