কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, অভিভাবকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ।
শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে পৌরবাজার ঘুরে শাপলা চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে এবং শাপলা চত্বরে জমায়েত হয়।
এ ছাড়াও খণ্ড খণ্ড মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে দেখা যায় আনন্দ উল্লাস করা সাধারণ শ্রেণি পেশার মানুষকে। আনন্দ শোভাযাত্রা করার সময় আন্দোলনকারীরা আনন্দ উল্লাসের পাশাপাশি জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।এদিকে, সেনাবাহিনীর সদস্যরা ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে এবং মোড়ে মোড়ে টহল জোরদার করেছে। এসময় আনন্দ উৎসবে মেতে ওঠা শিক্ষার্থী এবং অন্যান্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/এমআই